তারা শান্তিপুর্ণভাবেই ২৬শে নভেম্বর থেকে দিল্লীর বিভিন্ন সীমান্তে হাড়কাপানো ঠান্ডায় ধর্ণা দিয়ে পড়ে আছে। প্রায় দশবার সরকার কৃষক নেতার মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু কৃষকদের দাবি সরকার মানতে চায়নি। আন্দোলনের ধারাবাহিকতায় ২৬শে জানুয়ারী কৃষক মার্চ করে । কিছু অতি উৎসাহী কৃষক লাল্পকেল্লায় ঝাণ্ডা তুলে দেওয়ায় যে সংবাদ চ্যানেল দুই মাসের কৃষক আন্দোলনের খবর দেয়নি তারা হুক্কাহুয়া শুরু করে । কিন্তু এই পোষ্টে ঐসব চ্যানেলের দেখানো হাত কাঁপা অবস্থায় তোলা ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে মূল পতাকা যথাস্থানেই আছে।
কিছু অতি উৎসাহী কৃষক লাল্পকেল্লায় ঝাণ্ডা তুলে দেয়
Admin
0
Post a Comment